চৌদ্দগ্রামে জনসভা জনসমুদ্রে পরিণত, জনপ্রিয়তার শীর্ষে রেলপথ মন্ত্রী-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 23 September 2018

চৌদ্দগ্রামে জনসভা জনসমুদ্রে পরিণত, জনপ্রিয়তার শীর্ষে রেলপথ মন্ত্রী-একুশে মিডিয়া




একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় আওয়ামী সহযোগী সংগঠন এর আয়োজনে পথসভা ও জনসভার আয়োজন করা হয় ২২ই সেপ্টেম্বর বিকেল ৩ টায় স্থানীয় চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে।।”।
চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান এর সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার এর উপস্থাপনায় উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক,  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এই সময় তিনি বলেন চৌদ্দগ্রামের রাজনৈতিক ইতিহাস আমাদের জানা আছে, এখানে বিএনপি জামায়াতের ইতিহাস খুবই মারাত্মক তারা শুদু পেট্রোল বোমা, মানুষ হত্যার রাজনীতি করেন, তাই আপনারা সকলে চোখ কান সজাগ রাখবেন।।”।
এসময় তিনি বিএনপি জামায়াত শিবিরের এর আন্দোলন এর সম্পর্কে বলেন ২০০১ সালের নির্বাচন এর কথা ভুলে যান বর্তমানে আওয়ামীলীগ একটি স্বয়ং সম্পূর্ণ দল, সরকারের উন্নয়নের উন্নত এই উপজেলায় আগামী নির্বাচনে বিএনপির যে কোন নাশকতার দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আওয়ামীলীগ।এসময় তিনি উপস্থিত মহিলাদের উদ্দেশ্য বলেন একমাত্র  শেখ হাসিনা সরকার এর জন্য আজ মহিলারা সমাজে মাথা তুলে দাড়াতে পারেন,তিনি মহিলাদের করেছেন সম্মানিত এছাড়াও আরো নানা উন্নয়ন এর কথা বলেন।উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।তিনি বলেন কল্পনার চাইতে ও অধিক জনপ্রিয় ব্যক্তি এই আসন থেকে নির্বাচিত প্রতিনিধি রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব, আজকের এই বিশাল হাজার হাজার উপস্থিতি দেখে সত্যি ই আমরা গর্বিত শেখ হাসিনা সরকারের প্রতি একজন যোগ্য লোক কে দিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এর মত গুরুত্বপূর্ন দায়িত্ব।আর আপনাদের উপস্থিতিতে মুজিবুল হকের জনপ্রিয়তা আমরা বুজতে পেরেছি নৌকা প্রতীক এই চৌদ্দগ্রাম এর উন্নয়নের প্রতীক, আপনাদের কাছে ভোট নয় দোয়া চেয়ে একটি কথা বলি ১০ বছর আন্দোলন করে যাওয়া মানুষ হত্যার দল বিএনপি জামায়াত এর সাথে কোন সমোজতা নয়, ভোটের মাধ্যমে সরকার গঠন করে এই আসন থেকে আরো একবার প্রমান করবেন মুজিবুল হক মুজিব এর নৌকা কতটা শক্তিশালী।।”।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু,এমপি।কুমিল্লা জেলা আওয়ামীলীগের সভাপতি সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)এমপি, সাধারন সম্পাদক চৌদ্দগ্রাম থেকে নির্বাচিত সংসদ রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি, লাকসাম আসনের এমপি তাজুল ইসলাম।কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামিম, মহিবুল হাসান চৌধুরী।কেন্দ্রীয় আ'লীগের বিজ্ঞান ও শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ,সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, কেন্দ্রীয়  নেতা কামরুল হাসান মুরাদ,চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান এবিএম বাহার, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার,উপজেলার কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ।কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, শুভপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদার, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম মজুমদার, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, চিওড়া ইউপি চেয়ারম্যান একরামুল হক, আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল,সহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, আঃবারিক,জিএম মির হোসেন মিরু, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, সাধারন সম্পাদক লোকমান হোসেন রুবেল, সহ সভাপতি তানভীর,উপজেলা ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজ, যুগ্ম আহ্বায়ক কাজী আল রাফি, মতিউর রহমান জালাল, নুরুল আলম, আব্দুল মোতালেব, সোহাগ মাহামুদ, কাউছার হানীফ, সহ আওয়ামি যুবলীগের সকল নেতৃবৃন্দ। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages