একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলায় পুলিশের অভিযানে ১৬৫ পিছ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার দক্ষিন শিমুলিয়া গ্রামের আয়নাল শিকদারের ছেলে রাকিব হোসেন(২৬),মেঘুলা গ্রামের রাধা বল্লব রাজবংশীর ছেলে বিকাশ রাজবংশী(২৮) ও একই গ্রামের শেখ রাজ্জাকের ছেলে টিটু(৩০)।
পুলিশ সুত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্য ৬টার দিকে উপজেলার মেঘুলা গ্রামের মাদক ব্যবসায়ী টিটুর বসতঘরে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন পুলিশ।
এ সময়ে আটক তিনজনের দেহ তল্লাশী করে ১৬৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পরে গতকাল বৃহস্পতিবার সকালে আটককৃত তিনজনের নামে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশোধন/০৪ এর ১৯(১) টেবিল ৯(খ) ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment