একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ৪১টি ওয়ার্ড ,থানা, অঙ্গসহযোগী সংগঠন, সর্বস্তরের জনসাধারণসহ লাখো মানুষের অংশগ্রহণে মহার্যালী সম্পন্ন করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করে এই মহার্যালী নিউমার্কেট,কোতায়ালি,লালদিঘী,আন্দরকিল্লা,চেরাগী পাহাড় হয়ে জামালখান প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। বাদ্যযন্ত্রের তালে তালে নানা রকমের ব্যানার,ফেস্টুন,পোস্টার, জাতিরজনক,শেখ হাসিনার প্রতিকৃতি সম্বলিত প্লেকার্ড নিয়ে নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় পালন করেছে দলীয় সভানেত্রীর ৭২তম জন্মদিন ।
মহার্যালী শুরুর আগে নগর আওয়ামী লীগ কেন্দ্রীয় শহীদ মিনারে আনন্দ সমাবেশের আয়োজন করে। নগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন,কোষাধ্যক্ষ সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম,সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ,শফিক আদনান,তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর বক্তব্য রাখেন।
সাধারণ সম্পাদকের বক্তব্যে সিটি মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে চট্টগ্রাম নগরের ৪টি আসন উপহার দেয়ার প্রত্যয়ে মহানগরীর প্রতিটি থানা,ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দকে এই মুহুর্ত থেকে কাজ শুরু করতে হবে। নিজের পছন্দের প্রার্থী বলে কিছু থাকবে না। মাননীয় সভানেত্রীর মনোনীত প্রার্থীর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে। তিনি যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই আমাদেরকে কাজ করতে হবে। মনোনয়ন একমাত্র তারই হাতে। নগরীর বিভিন্ন থানা,ওয়ার্ড থেকে আগত লাখো মানুষের উপস্থিতি প্রমান করেছে আওয়ামী লীগ অপরাজেয় সম্মিলিত শক্তি। কোন ধরণের অপশক্তি,অপপ্রচার আওয়ামী লীগকে দেশ বিনির্মাণের অভিষ্ট লক্ষ্য থেকে সরাতে পারবে না। তিনি জন্মদিনের মহার্যালীতে অংশগ্রহণের জন্য নগরীর বিভিন্ন ইউনিট,থানা,ওয়ার্ড এবং অঙ্গসহযোগী সংগঠন থেকে আগত নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পাঠ করা হয়। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment