নিঃসঙ্গতাকে সাথী করে চলতে চলতে একদিন অপ্রত্যাশিত ভাবেই তোমার সাথে পরিচয়।
অনেকটাই অজানা, অচেনা তবু যেন কত পরিচিত।
ভাবলাম এই বুঝি আমার ঠিকানা, এখানেই শেষ পথচলা।
এখন শুধু ভালবাসার ছায়ায় বিশ্রাম, অবিরাম বিশ্রাম।
কিন্তু সব ভাবনা কি সত্যি হয় একদিন কাছে এসেও কাছের মানুষ হারিয়ে যায়।
আবার এই আমি সেই আমি হয়ে যাই।
অসহায়,নিঃসঙ্গ,বিপন্ন।
যে যায় সেকি ফিরে আসে
সোহেল ফেসবুকে অপরিচিত একটি মেয়ের সাথে মেসেঞ্জারে হালাকা কথা সুরু করে ।
সোহেল মেয়েটি কে কখনোই দেখেনাই তবুও যেনো তাকে ভালোই লাগছে তার সাথে যতো কথাই বলছে জেনো কথা শেষ হচ্ছে না।
ইচ্ছে করছে সারা খন তার সাথে সমসয় কাটানো ।
মেয়েটির প্রতি সোহেল ক্রমেই দুর্বল হতে চলছে
মেয়েটির মেসস না আসলেই সোহেল রাতের গুম হারম
ময়েটি কখন তার সাথে কথা বলবে প্রতিটা মুহুত্য সোহেল এই অপেক্ষায় এভাবে কেটে গেলো
অনেক দিন।
হঠাৎ যেনো সোহেল একট বিষয় খেয়াল করলো যে মেয়েটি সোহেল কে আগের মত সময় দিচ্ছে না।
এ দিকে সোহেল মেয়েটি কে নিয়ে অনেকটা সুন্দর শ্বপ্ন একে ফেলছে
সোহেল মনের অজনতে মেয়েটি কে অনেক ভালো বেসে ফেলেছে।
কিন্ত কখনোই সোহেল মেয়েটি কে বলতে সাহস পাচ্ছে না।
কারন জদি এটা বলার কারনে তার সাথে কথাই বন্দ হয়ে যায়।
তাই সোহেল অপেক্ষা করছে মেয়েটির সাথে তার সমপর্কটা আর একটু
গভির হোক তবেই সে তাকে বলবে "তোমায় ভালো বাসি " এভাবে কেটে গেলো আরে কিছু দিন কিন্ত না সোহেল দেখলো মেয়েটার সাথে তার প্রথমে যে সমপর্কটা ছিলো এখনো ঐরকমি আছে কোন পরির্বতন হয়নি ।
দিন দিন সমপর্কটা কমে জাচ্ছে ।
সোহেল ভাবতে লাগলো যে তার কি সমস্যা ছিলো কেনো মেয়েটার সাথে তার সমপর্কটা গভির হয়ে উঠলো না
তাই সোহেল তার নিজের ভুল গুলো খুজতে লাগলো।
খুজে খুজে ক্লেন্ত হয়ে।
কিন্ত হাজার খুজলে কি আর সেটার সমাধান কি আসে।
কারন মেয়েটি তো কথা বলছে এটা বেবে সময় কাটছে না তাই হয় তো একটু কার সাথে কথা বল্লে হয়তো সময়টা খুব সহজে কেটে যাবে।
আর যখন মেয়েটি প্রথমে কথা বলছিলো তখন মেয়েটির ততটা
ফ্রেন্ড ছিলোনা কথা বলার মত আর এখন তো মেয়েটির অনেক ফ্রেন্ড
আর তাই সাবাইকে সময় দিয়ে।
তাই হয়তো আগের মত সময় দিতে পারছেন না।
এখন সোহেল বুজতে পারছে আসলে না বুজে কাউকে নিয়ে শ্বপ্ন দেখা
বা কাউকে ভালোবেসে ফেলা আসলেই ঠিক নয়।
কারন সব কথা তো ভালোবাসার কথা হয় না।
মানুষের সব আসা কি আর পূর্ন্য হয়।
সব ভাবনা কি সত্যি হয় একদিন কাছে এসেও কাছের মানুষ হারিয়ে যায়।
আবার এই আমি সেই আমি হয়ে যাই।
অসহায়,নিঃসঙ্গ,বিপন্ন।
যে যায় সেকি ফিরে আসে।
লেখকের পরিচয়ঃ
মোঃইব্রহীম ফরায়েজী
ডি ইউ এম এস, তৃতীয় বর্ষ, ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজ,ভোলা। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment