একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাজু মিয়া (৩০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার ২৬ সেপ্টেম্বর বিকেলে উপজেলার করতোয়া নদী সংলগ্ন একটি আখ ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম সাজু মিয়া। সে হরিরামপুর ইউনিয়নের পাড় ধুন্ডিয়া গ্রামের মৃত আফসার আলির ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মজিবুর রহমান পিপিএম জানান, সাজু মিয়া রাতে তার স্ত্রীর সঙ্গে অভিমান করে বাড়ী থেকে বের হন। পর আজ বুধবার বিকেলে তার মৃতদেহ করতোয়া নদী সংলগ্ন আখ ক্ষেত থেকে উদ্ধার করা হয় । নিহতের মরদেহ ময়নাতন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।
No comments:
Post a Comment