স্থলবন্দর বেনাপোলে স্বর্নের বার সহ পাসপোর্টযাত্রী আটক-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 18 September 2018

স্থলবন্দর বেনাপোলে স্বর্নের বার সহ পাসপোর্টযাত্রী আটক-একুশে মিডিয়া


একুশে মিডিয়া জাহিরুল ইসলাম মিলন,  যশোর বিশেষ প্রতিনিধি:
পায়ু পথে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট থেকে মাসুদুর রহমান নামে এক পাসপোর্টযাত্রীকে ৫ পিছ স্বর্নের বার সহ আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা।।”।
মঙ্গলবার সকালে কাস্টমস ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ভারত যাওয়ার সময় তাকে বহির্গমন থেকে তাকে আটক করে।।”।
আটককৃত মাসুদ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার চাদের হাট গ্রামের আদুল খালেকের ছেলে। তার পাসপোর্ট নং-বিএইচ-০৮৭১৩৭০।।”।
কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক নিপুন চাকমা বলেন গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারকারী পাসেপোর্ট যাত্রী মাসুদকে বেনাপোল চেকপোষ্ট কাস্টমস গেট থেকে আটক করা হয়। পরে তাকে জুস ও পানি পান করায়ে তার পয়ুপথ থেকে ৫ পিছ স্বর্ন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ২৫ লাখ টাকা।।”।
এসময় তার সাথে ছিল শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা আকবর হোসেন, ইন্সপেক্টর শাহজাহান সিপাই খলিল ইমাম হোসেন ও জাহাঙ্গীর হোসেন।।”।
আটকৃত আসামিকে স্বর্ন চোরাচালান মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages