একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
বাংলাদেশের পরবর্তী অর্থমন্ত্রী হওয়ার আলোচনায় প্রথম সারিতে কুমিল্লার কৃতি সন্তান বর্তমান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (লোটাস) এর নাম উঠে এসেছে আলোচনায়।উল্লেখ্য বর্তমান অর্থমন্ত্রী আব্দুল মাল আল মুহিত আগামীতে অর্থমন্ত্রী থাকবেন না এই বিষয়টি পরিষ্কার হয়ে গেছে।এবং তিনি আসন্ন একাদশ তম জাতীয় সংসদ নির্বাচনে ও প্রতিদন্ধিতা করবেন না।এমতাবস্থায় কে হচ্ছেন পরবর্তী অর্থমন্ত্রী এই নিয়ে আলোচনায় সম্ভাব্য ৪ ব্যাক্তির নাম উঠে আসলো আলোচনায়।তাদের মধ্যে প্রথম সারিতে সম্ভাবনা রয়েছে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল লোটাস এর নাম।বাকীদের তালিকায় রয়েছে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোমেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন।
ওয়াকিবহালমহলের মতে, অর্থমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ পদ এবং এই মন্ত্রণালয়ের অধীনে অর্থ ও ব্যাংকিং বিভাগ রয়েছে। একটি দেশকে অর্থনৈতিক ভাবে এগিয়ে নিতে হলে প্রয়োজনীয় নীতি সংস্কার ও প্রয়োগের দিকটি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তত্ত্বীয় জ্ঞানের তুলনায় ব্যবহারিক বা বাস্তব অভিজ্ঞতা রয়েছে এমন কাউকেই নতুন অর্থমন্ত্রী বানানো জরুরি।সংশ্লিষ্ট সূত্রমতে, অর্থমন্ত্রী আবুল মাল মুহিত এর আগেও নির্বাচন না করা কিংবা মন্ত্রী না থাকার কথা বলেছেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি নির্বাচনও করেছেন এবং মন্ত্রীও হয়েছেন। এবারে তিনি স্পষ্ট করেছেন যে, আর নির্বাচন করবেন না। মন্ত্রীও থাকবেন না। তার আসনে ছোট ভাই আবদুল মোমেন নির্বাচন করবেন এমন আভাসও তিনি দিয়েছেন। ঐ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন ও আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজের নাম এসেছে। তবে অর্থমন্ত্রী বলেছেন, ঐ নাম দুটি এখন ইউজলেস। ফলে, পরবর্তী অর্থমন্ত্রী হিসেবে বর্তমান পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এগিয়ে রয়েছেন বলে সূত্র জানায়। সূত্রমতে, এ পদে আমলাদের আর গ্রহণযোগ্যতা থাকছে না নীতিনির্ধারণীমহলে। বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দায়িত্ব পালনকালে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি, ব্যাংকিং খাতে হলমার্ক, বেসিক, বিসমিল্লাহ, এ্যাননটেক্সের মতো কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। এ অবস্থায় অর্থমন্ত্রী হিসেবে বর্তমান পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বিবেচনায় এগিয়ে রয়েছেন। পরিকল্পনা মন্ত্রণালয়ে তার সাফল্যের জন্যই তিনি আলোচনায় চলে আসেন। তিনি মন্ত্রণালয়ে যেমন সফল, তেমনি একজন সফল ব্যবসায়ীও। রাজনীতি ও ব্যবসা—বাণিজ্যের পাশাপাশি চার্টার্ড একাউন্ট্যান্ট হিসেবেও খ্যাতি লাভ করেছেন। বাংলাদেশ জাতীয় সংসদ সদস্যদের মধ্যে উচ্চ শিক্ষা ডিগ্রি লাভ করা বিশেষ ব্যক্তিদের মধ্যে তিনি ও একজন।
মেধার স্বীকৃতি হিসেবে শিক্ষাজীবনেই তিনি লোটাস উপাধি পেয়েছিলেন।আর তার সাফল্যের ধারাবাহিকতায় মোটামুটি ভাবে সম্ভাবনা রয়েছে পরবর্তী অর্থমন্ত্রী হওয়ার।আ হ ম মোস্তফা কামাল লোটাস ১৯৪৭ সালে ১৫ ই জুন কুমিল্লা লাকসামে জন্মগ্রহণ করেন।বর্তমান কুমিল্লা ১০ আসন থেকে নির্বাচিত সংসদ একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment