আ’লীগ ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে বিজয় কেউ ঠেকাতে পারবে না কর্ণফুলীতে: সেতুমন্ত্রী-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 23 September 2018

আ’লীগ ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে বিজয় কেউ ঠেকাতে পারবে না কর্ণফুলীতে: সেতুমন্ত্রী-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
  • বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কোটা নির্ভর আন্দোলন করে ব্যর্থ হয়েছে। তারপরে ছাত্রছাত্রীদের নিরাপদ সড়কের মধ্যে ঢুকেছে। সেখানেও ব্যর্থ হয়েছে। তিনি বলেন, দেখতে দেখতে ১০ বছর, মানুষ বাঁচে কয় বছর? দেখতে দেখতে ১০ বছর, আন্দোলন হবে কোন বছর? ১০ বছরে হয়নি, এক মাসে হবে? মানুষ এখন ইলেকশনের নীড়ে। এখন কেউ আন্দোলন চায় না।।”।
  • রবিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলীর ক্রসিং এসআর স্কয়ার এলাকায় কর্ণফুলী ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সরকারের উন্নয়নের বার্তা তৃণমূলে পর্যায়ে পৌঁছে দিতে সড়কপথে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে আসা আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ওবায়দুল কাদের।।”।
  • সমাবেশে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কর্ণফুলী-আনোয়ারা আসনে দলীয় প্রার্থী হিসেবে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে পরিচয় করিয়ে দেন। এসময় ওয়াবায়দুল কাদের বিএনপি জামায়াতের আন্দোলনকে গুজবের আন্দোলন উল্লেখ্য করে বলেন- গুজব-সন্ত্রাস এখনো আছে। এ সন্ত্রাস প্রতিরোধ করতে হবে। আন্দোলনে জনগণ আর সাড়া দেবে না। বিএনপির একটি কাজ এ চট্টগ্রামে দেখান। যে কাজ দেখিয়ে ভোট চাইতে পারে। ভোট চাওয়ার মতো কোনো কাজ নেই। নোমান সাহেব, আমির খসরু সাহেবের বড় বড় কথা, লাগাম ছাড়া কথা আছে। তাদের কোনো কাজ নেই। তিনি বলেন-চট্টগ্রামের মানুষ জানে, কর্ণফুলী নাকি বিএনপির ঘাঁটি! সেই ঘাঁটিতে দেখে যান, ভেঙে চুরমার হয়ে গেছে। কর্ণফুলী এখন আওয়ামী লীগের সঙ্গে।কর্ণফুলী এখন শেখ হাসিনার সঙ্গে। কর্ণফুলী এখন তরুণ জননেতা জাবেদের সঙ্গে।’ আগামী নির্বাচনকে লক্ষ্য করে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করে নেতা-কর্মীদের উদ্দেশে দলের সাধারণ সম্পাদক কাদের বলেন- বলেন, জনগণের সঙ্গে ভালো ব্যবহার করবেন। ঘরের মধ্যে ঘর করবেন না। মশারির মধ্যে মশারি টাঙাবেন না। ঐক্যবদ্ধ থাকেন। ঐক্যের রেজাল্ট আছে। গাজীপুরে আমরা ঐক্যবদ্ধ, জিতেছি। খুলনায় ঐক্যবদ্ধ আমরা জিতেছি। সিলেটে কলহ ছিল, সামান্য ভোটে হেরেছি। কক্সবাজারে আওয়ামী লীগ কত বছর আগে জিতেছে! আমার মনে নেই। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।।”।
  • সমাবেশে উপস্থিত ছিলেন অাওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য অাব্দুল মতিন খসরু, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, একেএম এনামুল হক শামীম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন কর্ণফুলী থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জামাল আহমেদ। এর আগে গতকাল শনিবার রাতে আওয়ামী লীগের এ নির্বাচনী বহর চট্টগ্রামে এসে পৌঁছে। রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে রাত্রী যাপন শেষে দুপুরে প্রতিনিধি দল কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথে বিকালে লোহাগাড়া, চকরিয়ায় পথ সভায় বক্তব্য রাখবেন দলের নেতারা। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages