ময়মনসিংহে নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে নাগরিক সমাবেশ ও নদীযাত্রা অনুষ্ঠিত-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 21 September 2018

ময়মনসিংহে নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে নাগরিক সমাবেশ ও নদীযাত্রা অনুষ্ঠিত-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
  • নদ-নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে নদী রক্ষায় রাজনৈতিকদলের নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্ট নীতিমালা অন্তর্ভুক্তির দাবীতে শুক্রবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।।”।
  • সভাপতিত্ব করবেন নদী বাঁচাও আন্দোলনের জেলা সভাপতি ইকরাম এলাহী খান সাজ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। নদী বাচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ার সাদাত বিশেষ অতিথি হিসাবেক উপস্থিত থেকে সমাবেশ উদ্বোধন করেন।।”।
  • সমাবেশে ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সভাপতি প্রবীণ আইনজীবি আনিসুর রহমান খান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এর আগে প্রধান অতিথি অধ্যাপক ইউসুফ খান পাঠান তার বক্তব্যে বলেন, দেশের নদ নদীর দুষণকল্পে শিল্প কারখানায় ইটিপি চালুসহ মানবসৃষ্ট ও হাসপাতালের বর্জ্য পরিশোধনের ব্যবস্থাসহ জলাশয় রক্ষায় নদী ও পানিসম্পদ মন্ত্রণালয় করতে হবে। এছাড়া ময়মনসিংহের ব্রহ্মপুত্রসহ নদ নদী ড্রেজিংয়ের মাধ্যমে বালি ও পলি সরাতে হবে। এ জন্য সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে।।”।
  • সমাবেশ উদ্বোধনকালে নদী বাচাও কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক সাদাত হোসেন বলেন, নদী নালা, খাল বিল রক্ষায় হাট বাজার, রাস্তাঘাট, শিল্পবর্জ্য, পাল্টিক বোতল, পলিথিনসহ সকল বর্জ্য ফেলা বন্ধকল্পে আইনগত পদক্ষেপের পাশাপাশি গণসচেতনতা সৃষ্টি করতে উদ্যোগ নিতে হবে।।”।

  • পরে প্রেসক্লাবের সামনে থেকে ব্রহ্মপুত্র নদ অভিমুখে (জয়নুল আবেদীন সংলগ্ন) এলাকার নদীযাত্রাশেষে পার্ক এলাকায় নদী রক্ষাকল্পে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সমাপনী সভা অনুষ্ঠিত হয়। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages