![]() |
একুশে মিডিয়া, মোঃ শাহরিয়ার কবির, আকন্দ গাইবান্ধা প্রতিনিধি:
যুব ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে গাইবান্ধার সাদুল্যাপুরে উপজেলা পযায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ-১৭) এর চুড়ান্ত খেলায় শনিবার ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত খেলায় ভাতগ্রাম ইউনিয়ন একাদশ ২-০ গোলে বনগ্রাম ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।।”।
খেলায় ম্যান অফদা টুর্ণামেন্ট নির্বাচিত হন ভাতগ্রাম ইউনিয়ন একাদশের খেলোয়ার জোবায়দুল ইসলাম।।”।
সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার রহিমা খাতুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা নির্বাহি অফিসার আব্দুল হালিম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আকতার বানু লাকি, থানা অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন, সাদুল্লাপুর গার্লস কলেজের অধ্যক্ষ শফিকুল আলম, প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা, কামারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল আলম, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোনতেজার রহমান চঞ্চল প্রমূখ।।”।
পরে খেলায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়ারদের মেডেল ও ট্রফি প্রদান করেন প্রধান অতিথি। এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।।”।
সাদুল্যাপুর বহুমুখি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফুটবল খেলা এলাকার হাজার হাজার ফুটবল ক্রীড়ামুদি দর্শক মাঠের টার্চ লায়িনে দাড়িয়ে খেলাটি উপভোগ করেন। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment