গৌরীপুরে শ্রী শ্রী রাধা রানীর অষ্টমী ব্রত পালিত-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 17 September 2018

গৌরীপুরে শ্রী শ্রী রাধা রানীর অষ্টমী ব্রত পালিত-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরে শ্রী শ্রী রাধা রানীর জন্মাষ্টমী উপলক্ষে তিনদিন ব্যাপী পুরহীত পাড়ার শ্রী শ্রী রাধা গোপিনাথ জিউর মন্দিরে শ্রীমদ্ভভাগবত পাঠ ও হরিরাম সংকীর্তনের আয়োজন করা হয়।।”।

এ উপলক্ষে নরোত্তম সংঘের উদ্যোগে (১৭ সেপ্টেম্বর) সোমবার সকালে হরি নাম সংকীর্তন করে শত শত রাধা ভক্ত নারী-পুরুষ শহরে বর্ণাঢ্য শোভা যাত্রা বের করে রাধাস্নানের জন্য ৭ পুকুরের জল সংগ্রহ করে।।”।
এছাড়া রাধা অষ্টমী উপলক্ষে ১৬ সেপ্টেম্বর (রবিবার ) রাতে উপজেলার শ্রী শ্রী রাধা গোপিনাথ জিউর মন্দিরে শুভ অধিবাস শেষে শ্রীমদ্ভভাগবত পাঠ ও সোমবার সকাল থেকে উদয়াস্থ পর্যন্ত হরিনাম সংকীর্তন এবং পরে ভক্তদের মাঝে অনুকল্প প্রসাদ বিতরণ করা হয়। শ্রী শ্রী রাধা গোপিনাথ জিউর মন্দিরের সেবক পরম বৈষ্ণব শ্রী অভিরাম দাস অলক জানিয়েছেন প্রতিবছর ময়মনসিংহ জেলার উত্তর জনপদে একমাত্র গৌরীপুরেই শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে থাকে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages