একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ভূমির মালিকরা যেন ভোগান্তির শিকার না হয়। সততা, মেধা দিয়ে ভূমির মালিকদের সেবা দেওয়ার পরামর্শ দেন।
শনিবার ২২ সেপ্টেম্বর সকালে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ভূমি অফিসার্স কল্যান সমিতির সভাপতি শফিকুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান এক বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বক্তব্যে আরও বলেন ভূমির কল্যাণে মনোযোগ সহকারে সকলকে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গালিব খান (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম আহম্মেদ (শিক্ষা), সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিকুজ্জামান, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির মহাসচিব আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম সরকার। এর আগে স্বাগত বক্তব্য দেন ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইকতিয়ার উদ্দিন ভূইয়া, ভূমি অফিসার্স কল্যান সমিতির সভাপতি শফিকুল ইসলাম সিরাজী বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন হবির বাড়ি ভূমি অফিসের ভূমি উপসহাকারী কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল (শিব্বির)। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে নবগঠিত বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment