![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
ভাদ্রের কাঠফাটা রোদ। ভরা দুপুর। প্রাণ ওষ্ঠাগত। তবুও তারা গ্লাবস হাতে ছোট বালতি নিয়ে পরিস্কার করে চলেছে রাস্তা। রাস্তা ও ফুটপাত থেকে খুঁটে খুঁটে তারা বালতিতে ভরছে প্লাস্টিকের ক্যান,চিপসের প্যাকেট, ময়লা-আবর্জনা। শিক্ষার্থীদের কোমল হাতের ছোঁয়ায় ধীরে ধীরে পরিচ্ছন্ন হয়ে উঠছে জামালখানের চেরাগী মোড় এলাকা। হেঁটে হেঁটে তারা এগিয়ে চলছে জামালখান , চট্টগ্রাম প্রেস ক্লাব হয়ে গণি বেকারির পথে। নগর পরিচ্ছন্নকরণে তাদের এই পদযাত্রা গিয়ে থামে চকবাজার অলি খাঁ মসজিদ মোড়ে। ।”।
চট্টগ্রাম কাজেম আলী স্কুল এন্ড কলেজের প্রায় আড়াই হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এই পরিচ্ছন্নতা কার্যক্রম। রাস্তায় চলাচলকারী জনসাধারণ এবং অপরাপর শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছেও এই কার্যক্রম সাড়া ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ।”।
আজ দুপুরে কাজেম আলী স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীরা নগরীর চেরাগী পাহাড় মোড় এলাকা থেকে চকবাজার অলি খাঁ মসজিদ মোড় পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন। ।”।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন,কাজেম আলী স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের এই পরিচ্ছন্নতা অভিযান নাগরিক সচেতনতায় কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি নগরীর অপরাপর শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছেও এটি অনুকরণীয় এবং অনুসরণযোগ্য হয়ে থাকবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন একার পক্ষে নগরীর শতভাগ বর্জ্য পরিস্কার করা সম্ভব নয়। এই নগর আমার আপনার সকলের ।।”।
এই নগরীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। দল,মত নির্বিশেষে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে গড়ে উঠবে আগামীর ক্লিন, গ্রীন ও বাসযোগ্য চট্টগ্রাম নগর। এ প্রসঙ্গে তিনি বলেন, যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস পরিহার করতে হবে। পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টির বিকল্প নেই।সারাবছরই নিজেদের আশপাশে পরিস্কার রাখার মানসিকতা থাকতে হবে।।”।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজেম আলী স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ ওমর ফারুক ও কাউন্সিলর আনজুমান আরা বেগম। ।”।
এসময় কলেজ অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন,দাতা সদস্য মো. সেকান্দর,অভিভাবক সদস্য আইয়ুব আলী চৌধুরী,মোহাম্মদ মুজিবুর রহমান,মনোয়ারা বেগমসহ প্রভাষক,শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment