একুশে মিডিয়া, লাইফ রিপোর্ট:
জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী
সাংগঠনিক সম্পাদক (বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি)
আজ শুক্রবার (২১ সেপ্টেম্বর) আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি কন্যা, আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও বৃহস্পতি। ২১ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর বৃহস্পতির প্রভাব স্পষ্ট।(((একুশে মিডিয়া)))
আপনার শুভ সংখ্যা: ৩,১২,২১,৩০।”
আপনার শুভ বর্ণ: সবুজ ও হলুদ।”
শুভ গ্রহ ও বার: বুধ ও বৃহস্পতি।”
শুভ রত্ন: পান্না ও পোখরাজ।”
চন্দ্রাবস্থান: আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে। ১২শী তিথি রাত: ৩:৩৬ পর্যন্ত পরে ১৩শী তিথি চলবে।(((একুশে মিডিয়া)))
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): আজ মেষ রাশির জাতক জাতিকার রাজনৈতিক ও সামাজিক কাজে সফলতা আসতে পারে। প্রভাবশালী কোনো নেতার সাহায্য পেয়ে যাবেন। চাকরী সংক্রান্ত পরীক্ষায় সফল হবার যোগ প্রবল। পিতার শরীর কিছুটা খারাপ হতে পারে। চিকিৎসকদের আয় রোজগার বৃদ্ধি পাবে। কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তির আগমন হবে।(((একুশে মিডিয়া)))
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): আজ বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আধ্যাত্মীক কাজে আনন্দ পাবেন। বিদেশ যাত্রার কথাবার্তায় অগ্রগতি আশা করা যায়। উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো পরীক্ষা নিয়ে ব্যস্ত হতে পারেন। প্রবাসীদের দিনটি ভালো যাবে। কোনো অতিন্দ্রীয় বিষয়ের চর্চায় সাফল্য আসতে পারে।(((একুশে মিডিয়া)))
মিথুন রাশি (২১ মে - ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। কোনো আত্মীয়কে দেখতে হাসপাতালে যেতে পারেন। পাওনাদারের তাগাদার কারনে কিছু টাকা ধার করতে হতে পারে। রাস্তাঘাটে সতর্ক থাকতে হবে। ছোটখাটো দূর্ঘটনার আশঙ্কা রয়েছে। পুলিশী হয়রাণির সম্মূখীন হতে পারেন। ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগে লোকশানের আশঙ্কা প্রবল।(((একুশে মিডিয়া)))
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): আজ কর্কট রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। দাম্পত্য বিষয়ে ঝামেলা দেখা দেবে। অসুস্থ জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠতে পারে। বাড়ীতে কোনো আত্মীয়র আগমনের সম্ভাবনা। অংশিদারী বাণিজ্যে কোনো নতুন চুক্তি হতে পারে। বৈদেশিক ব্যবসায় সাফল্য লাভের সম্ভাবনা।(((একুশে মিডিয়া)))
সিংহ রাশি (২১জুলাই - ২১ আগষ্ট): আজ সিংহ রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে না। সকাল থেকেই শরীর আপনার খারাপ থাকতে পারে। বাড়ীতে কোনো বিষয়ে ঝগড়া বিবাদের আশঙ্কা প্রবল। কাজের লোকের সাথে ঝামেলা না করাই ভালো। পুরোনো কোনো সমস্যার উদয় হতে পারে। স্ট্রোকের রুগীরা একটু সতর্ক থাকবেন।(((একুশে মিডিয়া)))
কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): আজ কন্যা রাশির জাতক জাতিকারা সন্তানের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। জীবন সাথীর জন্য কেনাকাটার যোগ প্রবল। প্রেমিক প্রেমিকাদের মধ্যে অপ্রত্যাশিত কোনো ঝামেলার উদয় হতে পারে। শৈল্পিক কাজে কারো সাহায্য পেতে পারেন। খেলোয়ারদের দিনটি ভালো যাবে না। শরীরে কোনো আঘাত পেতে পারেন।(((একুশে মিডিয়া)))
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): আজ তুলা রাশির জাতক জাতিকার পারিবারিক ক্ষেত্রে কোনো ঝামেলা দেখা দিতে পারে। গৃহস্থালী কাজে কোনো আত্মীয়র কারনে কিছু ভুল বুঝাবুঝি দেখা দেবে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। আত্মীয়দের অসহযোগীতার কারনে হতাশ হয়ে পড়তে পারেন। যানবাহনে ঝামেলা দেখা দেবে। প্রত্যাশা অনুসারে কাজে অগ্রগতি না হওয়াতে মানসিক অস্থিরতা দেখা দেবে।(((একুশে মিডিয়া)))
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর): আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় ভালো আয় রোজগার হতে পারে। চোট ভাই বোনের সাথে কোনো সাংসারিক বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি দেখা দেবে। প্রতিবেশীর সাথে রহস্যজনক ঝামেলা দেখা দেবে। যোগাযোগ মাধ্যম থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন। বিকাশ ও রকেট এজেন্টদের ভালো আয় রোজগার হবে।(((একুশে মিডিয়া)))
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): আজ ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সাঙ্গঠনিক কোনো আপ্যায়ণে অংশ নিতে পারেন। স্ত্রী ও পরিবার পরিজন নিয়ে বেড়াতে যাওয়ার যোগ প্রবল। ব্যবসায়ীক আলাপ আলোচনায় অগ্রগতি হবে। জীবন সাথীর জন্য কেনাকাটার যোগ প্রবল। বকেয়া কিছু অর্থ ফেরত পেতে পারেন। চা কফি পানিয়ের ব্যবসায় ভালো লাভ হবে।(((একুশে মিডিয়া)))
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারী): আজ মকর রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ আপনি কোনো গুরুত্বপূর্ণ সাঙ্গঠনিক বা রাষ্ট্রিয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন। আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায় কোনো জরুরি সিদ্ধান্ত নিতে পারেন। সাংসারিক দিক ভালো যাবে না। জীবন সাথীর সাথে পরামর্শ করে কোনো কাজ করতে পারেন। বৈদেশিক পণ্যর ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে।(((একুশে মিডিয়া)))
কুম্ভ রাশি (২১ জানুয়ারী - ১৮ ফেব্রুয়ারী): কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। দৈনন্দিন বাজার সদাই করতে গিয়ে কিছু অপ্রত্যাশিত ব্যয়ের সম্মূখীন হতে পারেন। কোনো আত্মীয়কে টাকা ধার দিতে হবে। আজ রোমান্টিক বিষয়ে অগ্রগতি হলেও আপনার অনেক টাকা ব্যয় হয়ে যেতে পারে। দূরের যাত্রায় সফলতা পেতে পারেন। ট্রাভেল এজেন্সী ব্যবসা শুভ।(((একুশে মিডিয়া)))
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। হটাৎ করে কোনো বন্ধুর কাছ থেকে বিনিয়োগের প্রস্তাব পেতে পারেন। ব্যবসায়ীক ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ আসবে। বাড়ীতে বড় ভাই বোনের আগমন হতে পারে। জমি জমা সংক্রান্ত কাজে সফল হবেন। যানবাহন বিক্রয়ের প্রচেষ্টায় অগ্রগতি আশা করা যায়।(((একুশে মিডিয়া)))
No comments:
Post a Comment