একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
আসন্ন দুর্গা পূজা উপলক্ষে সঙ্গীত শিল্পী শাপলা পাল’র গান ইউটিউবে উন্মোচন উপলক্ষে একটি প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। “বাজলো তোমার আলোর বেণু” শিরোনামে গানটি দুর্গা পুজার আগমনী গান হিসেবে ধরা হয় এবং বহুকাল আগে থেকে এই গানটির প্রচলন আছে সনাতনী সম্প্রদায়ে। উক্ত গানটি শিল্পী আবার নতুন করে ইউটিউবে প্রকাশ করতে যাচ্ছে।
অনুষ্ঠানের স্থানঃ হাইড আউট লাউঞ্জ, ৮৯/৩০৯ ইয়াকুব ট্রেড সেন্টার, (লেভেল-৩), ইস্ট নাসিরাবাদ (বাদশা মিয়া পেট্রল পাম্পের পাশে)
সময়ঃ সন্ধ্যা ৭.৩০ মিঃ
তারিখঃ ২২/০৯/২০১৮
No comments:
Post a Comment