একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
পুকুরে ডুবে দেড় বছর বয়সের এক কন্যা শিশু মারাগেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নধীন পূর্ব মনকিচর গ্রামের মোহাব্বত আলীপাড়ায় আজ শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় এ ঘটনা ঘটেছে।
শিশুটি নাম ইসমত আরা (১.৫) পূর্ব মনকিচর গ্রামের মোহাব্বত আলীপাড়ার মাহমুদুল ইসলামের মেয়ে।
শিশুর পিতা আহমদুল ইসলাম বলেন, বাড়ির পাশে তাদের ব্যবহারের পুকুরটি পড়ে শিশুটি মারা যায়, তার স্ত্রী (শিশুর মা) বাহিরে ধান শুকানোর কাজে বের হলে আজ সকাল সাড়ে ১১টার দিকে শিশুটি পানিতে পড়ে যায়।
এদিকে শিশুর মা বাড়িতে ফিরে তার সন্তানকে না দেখে খোজ নিতে গেলেই বাড়ীর পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখে। পরে ভাসমান অবস্থায় কন্যা শিশুকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত্যৃ বলে ঘোষণা করেন। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment