একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরের ৩নং পলাশবাড়ী ইউনিয়নের ভোটার কুড়িগ্রাম জেলার চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদুল ইসলাম কে আজ ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার পলাশবাড়ী সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণের কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনের এসময় উপজেলা নির্বাচন কমিশনার শাহানুর আলম,সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান ইসলাম,সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশিল চন্দ্র,পলাশবাড়ী থানার এস আই জিয়া সহ স্মার্ট কার্ড বিতরণের কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য,অত্র ইউনিয়নে আজ ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার ছোট শিমুলতলা গ্রামের ৫৬১ জন ,সিধন গ্রামে ৭১৮ জন ,হিজলগাড়ীর ১৫২০ জন,২৬ সেপ্টেম্বর বুধবার কালুগাড়ীর ৬৪০ জন ,নুনিয়াগাড়ীর ২৭১৫ জন , ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার জগরজানীর ৭৯৭ জন, বৈরীহরিনমারীর ১৫৪০জন ,২৯ সেপ্টেম্বর শনিবার জামালপুরে ২৪২০ জন,৩০ সেপ্টেম্বর রবিবার শিবরামপুরে ৮২৬ জন ,হরিনমারীর ১৫৩৮ জন,১ অক্টোবর সোমবার উদয়সাগরের ১৭৭৯ জন,সুইগ্রামের ১১১২ জন. ২ অক্টোবর মঙ্গলবার গৃধারীপুর ৫৭২৩ জন, ৩ অক্টোবর বুধবার নুরপুরে ৯৫১ জন, পশ্চিম গোয়ালপাড়া ৬৪৮ জন,বাড়ইপাড়া ১০২১ জন, ৪ অক্টোবর বৃহস্পতিবার আমবাড়ী ১২০৭ জন,বাশকাটা ৬০৭ জন ,মহেশপুরে ৮৪৪ জনের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment