একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলায় প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রালয়ের নির্দেশ মোতাবেক ২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম-প্রহরী নিয়োগ বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছেন উপজেলা প্রশাসন।।”।
গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর তিনটা পর্যন্ত উপজেলা সভাকক্ষে ২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম-প্রহরী নিয়োগ বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নিয়োগ বাছাই কমিটির সভাপতি আফরোজা আক্তার রিবা।।”।
প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রালয়ের নির্দেশ ও পরিপত্র মোতাবেক নিয়োগ বাছাই কমিটির সভাপতি ও দোহার উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজা আক্তার রিবা’র সভাপতিত্বে দোহার উপজেলার ২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম-প্রহরী নিয়োগ বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।।”।
এ সময়ে উপস্থিত ছিলেন নিয়োগ ও বাছাই কমিটির সদস্য সচিব প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.হিন্দোল বারী,সংসদ সদস্য এ্যাডভোকেট সালমা ইসলামের প্রতিনিধি মো.আব্দুল আলিম,উপজেলা চেয়ারম্যান মো.আলমগীর হোসেনের প্রতিনিধি মো.আলী আহসান খোকন শিকদার ও ২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকগন। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment