জহুর-মান্নান চত্বর উদ্বোধন করেন চসিক মেয়র: আ.জ.ম নাছির-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 21 September 2018

জহুর-মান্নান চত্বর উদ্বোধন করেন চসিক মেয়র: আ.জ.ম নাছির-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন চট্টেশ্বরী মোড়ে নির্মানকৃত 'জহুর মান্নান' চত্বর উদ্বোধন করেন। এপিক প্রপার্টিজ লিমিটেড প্রায় ২০ লাখ ব্যয়ে এই চত্বর আধুনিকায়ন করেছে। গত ডিসেম্বর মাসে আধুকায়নের কাজ শুরু হয়্।।”।
এসময় নগর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উপদেষ্টা আলহাজ্ব শফর আলী, শেখ মাহমুদ ইছহাক,সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, চসিক কাউন্সিলর গিয়াস উদদীন, হাসান মুরাদ,শৈবাল দাশ সুমনসহ রাজনৈতিক,সামাজিক ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages