বঙ্গবন্ধু শ্রেষ্ঠ মানবাধিকার কর্মী ছিলেন : ধর্মমন্ত্রী-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 15 September 2018

বঙ্গবন্ধু শ্রেষ্ঠ মানবাধিকার কর্মী ছিলেন : ধর্মমন্ত্রী-একুশে মিডিয়া




একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
বঙ্গবন্ধুর ডাকে আমরা স্বাধীনতা পেয়েছি। পেয়েছি স্বাধীন রাষ্ট্র। পেয়েছি লাল সবুজের দেশ বাংলাদেশ। বঙ্গবন্ধু সকল শ্রেণির মানুষের কথা ভাবতেন। দেশের কথা ভাবতেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধুকে শ্রেষ্ঠ মানবাধিকার কর্মী বলা যায়।।”।
শনিবার সকালে ময়মনসিংহ টাউন হলের এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে ময়মনসিংহ আঞ্চলিক মানবাধিকার সম্মেলনের আহবায়ক এড. এএইচএম খালেকুজ্জামানের সভাপতিত্বে ময়মনসিংহ আঞ্চলিক মানবাধিকার সম্মেলন ২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান এক বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বক্তব্যে আরও বলেন বিবেক হলো মানুষের শ্রেষ্ঠ সম্পদ। বিবেককে কাজে লাগাতে হবে। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহব্বান জানান তিনি। সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার।।”।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নূরে আলম রিপন, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এড. আনিসুর রহমান খান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার কমিশন শেরপুর সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, নেত্রকোণা জেলা শাখার সভাপতি এড. রেজাউল করিম, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শাহনেওয়াজ গাজী, ময়মনসিংহ মহিলা শাখার সভাপতি এড. রায়হানা খান।।”।
মূখ্য আলোচক ছিলেন ময়মনসিংহ আঞ্চলিক মানবাধিকার সম্মেলনের যুগ্ম আহবায়ক এড. নজরুল ইসলাম চুন্নু। স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সমন্বয়ক এড. সিব্বির আহমেদ লিটন। এর আগে প্রধান অতিথি বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। পরে প্রধান অতিথি শ্রেষ্ঠ মানবাধিকার কর্মীদের পুরস্কৃত করেন। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages