![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় চট্রগ্রাম জেলা পরিষদের সদস্য ও আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের এডহক কমিটির সদস্য এস.এম আলমগীর চৌধুরীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।।”।
তাকে গুরতর আহতবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।।”।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) মধ্য রাতে এন মোহাম্মদ কনভেনশন সেন্টারের সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।।”।
এসএম আলমগীর চৌধুরী চট্টগ্রাম জেলা পরিষদের ১২ নম্বর (আনোয়ারা-আংশিক বাঁশখালী) ওয়াডের্র সদস্য।।”।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, এসএম আলমগীর চৌধুরীকে রাতে হাসপাতালে নিয়ে আসছে তাকে ভর্তি করা হয়। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment