শহীদমিনারে মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের মরদেহ, শেষবারের শ্রদ্ধায় সকল পেশার মানুষ-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 19 September 2018

শহীদমিনারে মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের মরদেহ, শেষবারের শ্রদ্ধায় সকল পেশার মানুষ-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
শহীদমিনারের পাদদেশে রাখা হলো মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের মরদেহ। সেখানে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ছুটে গেলেন সকল শ্রেণী-পেশার মানুষ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সাংবাদিক, রাজনীতিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীরা শ্রদ্ধা জানান তাঁকে। সবাই হাতে ফুল নিয়ে শেষবারের মতো শ্রদ্ধা জানায় একাত্তরের বীর এই যোদ্ধার প্রতি। দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সহযোদ্ধারা চোখের জলে বিদায় জানায় তাঁকে।।”।
শহীদমিনারে প্রিয় এই মানুষটিকে শ্রদ্ধা নিবেদন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ সাহাবউদ্দিন, মাহনগর কমান্ডার মোজাফফর আহমেদ, আজাদী সম্পাদক এম এ মালেক, কবি ও সাংবাদিক আবুল মোমেন, মুক্তিযোদ্ধা-গবেষক ডা. মাহফুজুর রহমান, সাংবাদিক আবু তাহের মোহাম্মদ, শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুর রহমান, নগর আওয়ামী লীগ সহ-সভাপতি ইব্রাহিম হোসেন বাবুল, ডা. প্রশান্ত কুমার বড়-য়া, সাংবাদিক সবুর শুভ প্রমুখ।।”।
এছাড়াও শ্রদ্ধা নিবেদন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা গবেষণা ট্রাস্ট, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি, সিপিবি চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম জেলা বাসদ মার্কসবাদী, জাতীয় মুক্তি কাউন্সিল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ, বাসদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সমাজ অনুশীলন চট্টগ্রাম, পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম, জাসদ, গণমুক্তি ইউনিয়ন, মুক্তিযুদ্ধ একাডেমি চট্টগ্রাম, আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের ৯ম দিনে বক্তব্য রাখছেন আল্লামা মাহমুদ আশরাফ জিলানি।।”।
মাহফিলে মিসর আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইব্রাহিম সালেহ হুদহুদ এবং প্রফেসর ড. আবদুল ফত্তাহ আবদুল গণিসহ দেশি-বিদেশি অতিথিবৃন্দ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের ৯ম দিনে বক্তব্য রাখছেন আল্লামা মাহমুদ আশরাফ জিলানি। মাহফিলে মিসর আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইব্রাহিম সালেহ হুদহুদ এবং প্রফেসর ড. আবদুল ফত্তাহ আবদুল গণিসহ দেশি-বিদেশি অতিথিবৃন্দ সমাজ সমীক্ষা সংঘ, গণঅধিকার চর্চা কেন্দ্র, ফুলকি, উদীচী শিল্পী গোষ্ঠী, গণসংহতি আন্দোলনসহ নানা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।।”।
যে মানুষটি হৃদয় নিংড়ানো ভালবাসায় আজীবন এক মায়ার বাঁধনে বেঁধে রেখেছেন চলার পথের ভালোবাসার মানুষগুলোকে। সেই মানুষগুলো ভেজা চোখে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন চিরঘুমে থাকা মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রইসুল হক বাহারের দিকে।।”।
এদিকে দুপুরে চট্টগ্রাম বন্দরে জানাজা শেষে মুক্তিযোদ্ধা রইসুল বাহারের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। বেলা সাড়ে ৩টার দিকে বন্দর কবরস’ানে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয় তাঁকে।।”।
উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে মারা যান রইসুল হক বাহার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages