একুশে মিডিয়া, কুতুবদিয়া (কক্সবাজার) রিপোর্ট:
কক্সবাজার জেলাধীন কুতুবদিয়ায় বে-ওয়ারিশ ও রোগাক্রান্ত কুকুর নিধন অভিযান চলছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) এ অভিযান শুরু হয়েছে।
উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ কার্যালয় অভিযান পরিচালনা করছে। উপজেলা সদর,ধুরুংবাজার সহ প্রত্যন্ত স্থানগুলোতে অত্যধিক হারে বে-ওয়ারিশ ও রোগাক্রান্ত কুকুর বেড়ে যাওয়ায় পথচারি,শিক্ষার্থী সহ প্রতিদিন অনেকেই আক্রান্তের শিকার হচ্ছে। ফলে এসব বে-ওয়ারিশ কুকুর নিধন জরুরী হয়ে পড়ে।
উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ফিল্ড সহকারি মোর্শেদ আলম বাহাদুর জানান,উপজেলা প্রাণী সম্পদ বিভাগের সহায়তায় এবং উপজেলা প্রশাসনের উদ্যােগে বে-ওয়ারিশ, রোগাক্রান্ত কুকুর নিধন অভিযান সোমবার থেকে শুরু হয়েছে। অন্তত ১০-১২ দিন ব্যাপি অভিযান চলবে।
উপজেলার বিভিন্ন প্রান্তে বে-ওয়ারিশ ও রোগান্ত কুকুর অত্যধিক বেড়ে যাওয়ায় সাধারন নাগরিকদের চলাচলে আতংক,ঝুঁকিপুর্ণ বিধায় এসব কুকুর নিয়ন্ত্রণ জরুরী হয়ে পড়ে। কুকুর নিধন অভিযানে সহযোগীতার জন্য সকলের প্রতি উপজেলা নির্বাহি অফিসার মনোয়ারা বেগম আহবান জানিয়েছেন। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment