একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডের রাষ্ট্রয়াত্ব প্রতিষ্ঠান হাফিজ জুট মিলস সিবিএ নির্বাচনে জাতীয় শ্রমিক লীগ বিজয়ী হয়েছে।।”।
রবিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে শ্রমিক লীগ ছাড়াও জাতীয় শ্রমিক কর্মচারী দল ও বাংলাদেশ ওয়ার্কাস পাটি সমর্থিত জাতীয় শ্রমিক ফেডারেশন অংশ নেয়। বিকাল তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ।।”।
নির্বাচনে তাহের-মাহবুব পরিষদের জাতীয় শ্রমিকলীগ (চাকা) পেয়েছে ৯৯১ ভোট, দেলোয়ার- রবিউল পরিষদ জাতীয় শ্রমিক কর্মচারী দল (আনারস) ৫০৬ ভোট এবং মিলন-দিদার জাতীয় শ্রমিক ফেডারেশন ৩০৯ ভোট।।”।
নির্বাচনকে কেন্দ্র করে মিলস প্রাঙ্গণে কড়া নিরাপত্তা জোরদার করা হয়। সকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেন এডিশনার এসপি সীতাকুণ্ড সার্কেল শম্পা রানী শাহা।।”।
এছাড়া সীতাকুণ্ড মডেল থানা ও ইন্ডাস্ট্রিজের ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment