একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধ:
ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে ফয়সাল হোসেন (১৭) নামে এক শিক্ষার্থীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ফয়সাল দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের শান্তিনগর গ্রামের শেখ মজনুর ছেলে এবং পদ্মা কলেজের প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ফয়সাল স্থানীয়ভাবে আয়োজিত একটি ফুটবল খেলার মাইকিং করতে শাইনপুকুর এলাকায় যায়। সেখানে তার বড় ভাই রিপনের সাবেক স্ত্রী মুন্নির পরিবারের লোকজন তাকে ধরে রাস্তায় প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
নিহত ফয়সালের পরিবারের দাবি, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করেই ফয়সালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করে বলেন, হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, ফয়সালের মৃত্যুর খবরে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment