একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পাবলিক হলে অনুষ্ঠিত হয়েছে।।”।
এতে বিনা প্রতিদ্বন্ধিতায় সম্পাদক নির্বাচিত হয়েছেন স্থানীয় কবুলেন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ হোসেন। ২১ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্য পদে সভাপতি- উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, সহ সভাপতি- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল মনসুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক, সূরর্যবালা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ইসলামবাদ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ রুকুন উদ্দিন, কোষাধ্যক্ষ- মাওহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কমিশনার-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক বর্ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, গ্রুপ সভাপতি কাউরাট আকবর আলী দাখিল মাদ্রাসার সুপার আব্দুল্লাহ আল মামুন, পাছার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরশাদুল হক, নওগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান ও পশ্চিমপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ হোসেন নির্বাচিত হয়েছেন।।”।
উপজেলা স্কাউটস সভাপতি ইউএনও ফারহানা করিমের সভাপতিত্বে ও কাব লিডার আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় প্রথম অধিবেশনের আলোচনা সভায় বক্তব্য দেন স্কাউটস ময়মনসিংহ জেলা শাখার সহকারি কমিশনার এএসএম মোফাচ্ছেরুর রহমান, সহ সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খান, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ম. নুরুল ইসলাম। ২য় অধিবেশনে প্রতিবেদন পাঠ করেন উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ আজিজুল হক। পরে আগামী ৩ বছরের জন্য নির্বাহী কমিটি গঠন করা হয়।।”।
উল্লেখ্য লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান উল্লেখিত কমিটির সম্পাদক পদে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় কুবলেন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক নির্বাচিত হন। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment