খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফেরামের ময়মনসিংহে মানববন্ধন-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 19 September 2018

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফেরামের ময়মনসিংহে মানববন্ধন-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসা ও কারাগারে আদালত স্থাপনের গেজেট বাতিলের দাবিতে ময়মনসিংহে আদালতপাড়ায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।।”।
বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সামনে মানববন্ধন কর্মসুচী চলাকালে সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক অ্যাডভোকেট নূরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. মীর মিজানুর রহমান, বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট এম এ হান্নান খান, অ্যাডভোকেট জমির উদ্দিন খান, অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না প্রমুখ।।”।
মানববন্ধনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান ভূইয়া, অ্যাডভোকেট শাহজাহান কবির সাজু, অ্যাডভোকেট মইনুল হোসেন মিলন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মাখন মল্লিক, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট শওকত, অ্যাডভোকেট সাদেক, অ্যাডভোকেট নাজমুল হক, অ্যাডভোকেট তামান্না, অ্যাডভোকেট সুজন, শামসুন্নাহার, অ্যাডভোকেট কাজী শাহজাহান, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেটআব্দুল সালাম, অ্যাডভোকেট, অ্যাডভোকেট জাহাঙ্গীর, অ্যাডভোকেট ফয়েজ আহমেদ, অ্যাডভোকেট শিমুল, অ্যাডভোকেট মুকুট, অ্যাডভোকেট কামরুল ইসলাম কিরনসহ নবীন-প্রবীণ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages