একুশে মিডিয়া, জাহিরুল ইসলাম মিলন, যশোর ব্যুরো প্রধান:
বেনাপোলে ৫টি সোনার বারসহ শফিকুল ইসলাম (২৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আজ শুক্রবার দুপুর ১২টায় বেনাপোল পোর্ট থানার বারপোতা সীমান্তের পাকা রাস্তার ওপর থেকে সোনার বারসহ তাকে আটক করা হয়।
আটক শফিকুল বেনাপোলের পুটখালী গ্রামের নুর ইসলামের ছেলে।
এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে একজন সোনা পাচারকারী সোনার একটি চালান নিয়ে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫টি সোনার বারসহ শফিকুলকে আটক করা হয়।
সোনার বারসহ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, উদ্ধারকৃত সোনার বাজার মূল্য ২১ লাখ ৫০ হাজার টাকা। আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পোর্ট থানায় মামলা হয়েছে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment