একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর বিকেলে মেরীরহাট উচ্চ বিদ্যালয়ে হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা মো.এনায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেসবাহুল হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাউসার মুহা. নজরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. মাহতাব হোসেন, পলাশবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমূখ।
বক্তরা শিক্ষার মান উন্নয়নে প্রোগাম ল্যাগুয়েজ শিক্ষা, বিজ্ঞান ক্লাব গঠন ও নিরাপদ সড়ক চাই, বাল্য বিবাহ,মাদক সেবন ও সন্ত্রাশ ও নাশকতার নির্মূলের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য দেন,এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম কার্যকরকরণ বিষয়ক সিদ্ধান্ত গ্রহন করেন। অন্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.হুমায়ন কবির এম্বাসেডর আসরাফুল ইসলাম, আজাহারুল ইসলাম পলাশবাড়ী উপজেলার ৬২ টি স্কুল, কলেজ, মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানরা।একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment