একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে র্যাবের হাতে ইয়াবাসহ হোসেন আলী (২৭) ও রেজাউল (৩২) কে গ্রেফতার করেছে র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা ।।”।
গোপন সংবাদের ভিক্তিতে র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যারা ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে জেলার পলাশবাড়ী উপজেলা সদর ও আমলাগাছী সড়কের খাজা মেম্বারের চাতালের সামনের রাস্তায় মাদক বিক্রিকালে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হোসেন আলী (২৭) ও রেজাউল করিম(৩২)কে গ্রেফতার করেছে।।”।
এদের নিকট থেকে বিশ পিস ইয়াবা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করেছে। এসময় বিশ পিস ইয়াবা ফেলে পালিয়ে যায় জামালপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ইয়াবা ব্যবসায়ী নয়ন মিয়া । গ্রেফতারকৃতরা দীর্ঘদিন হলো এলাকায় গোপনে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি খুজে পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহনে তৎপরতা চালাচ্ছেন র্যাব।।”।
ইয়াবাসহ গ্রেফতারকৃত হোসেন আলী (২৭) পলাশবাড়ী সদরের জামালপুর গ্রামের মৃত তোফাজ্জল প্রধানের ছোট ছেলে ও রেজাউল করিম (৩২) জামালপুর গ্রামের চান্দু সাধুর ছেলে ।পলাতক নয়ন ছাত্রদলের রাজনীতে জরিত ।।”।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা রুজু করেছে র্যাব। পলাতক মাদক কারবারি নয়নকে গ্রেফতার করতে অভিযান অব্যহত রেখেছে র্যাব ১৩। ইয়াবাসহ গ্রেফতারের এখবর নিশ্চিত করে র্যাবে এএসপি হাবিবুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তি প্রেরন করেন। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment