চৌদ্দগ্রামে ৭ম শ্রেণীর মেধাবী ছাত্রীর মৃত্যু ও নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 30 September 2018

চৌদ্দগ্রামে ৭ম শ্রেণীর মেধাবী ছাত্রীর মৃত্যু ও নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় রাস্তা পারাপারের সময় সড়ক দূর্ঘটনায় ২৯ ই সেপ্টেম্বর ৭ম শ্রেনীর মেধাবী ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়, সে অনাকাঙ্ক্ষিত মর্মাহত মৃত্যু কে কেন্দ্র করে নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রীজ নির্মাণ, মেধাবী ছাত্রীর হত্যাকারী ঘাতকের ফাঁসিসহ বিভিন্ন দাবীতে কুমিল্লার চৌদ্দগ্রামে হাজারো শিক্ষার্থীর উপস্থিতিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিএম মীর হোসেন মীরু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেনের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন এসপি সার্কেল সাইফ, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মাহফুজ, চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম কামাল, চৌদ্দগ্রাম এইচ জে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুপম সেনগুপ্ত, আ’লীগ নেতা ইদ্রিস মিয়াজী, জাকির হোসেন পাটোয়ারী, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী, কাজী বাবুল, সাইফুল ইসলাম শাহিন, যুবলীগ নেতা মিজানুর রহমান, মোতাহার হোসেন ঝুমন প্রমুখ। এসময় চৌদ্দগ্রাম সরকারী হাইস্কুল ও বালিকা বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী শান্তিপূর্ণ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা কাভার্ডভ্যানের চাপায় নিহত স্কুলছাত্রী মারজানের ঘাতক গাড়ি চালকের ফাঁসি, বালিকা বিদ্যালয়ের সামনের মহাসড়কের উপরে ফুটওভার ব্রীজ কিংবা আন্ডারপাস, ট্রাফিক পুলিশের ব্যবস্থা, নিরাপদ সড়কসহ ৯টি দাবী উত্থাপন করেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages