![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ড উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামী লীগ নেতা জাহেদুল ইসলাম আরমানকে হত্যা চেষ্টায় মামলা দায়ের করা হয়েছে।।”।
শুক্রবার সীতাকুণ্ড মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ জনসহ মোট ২১ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন আরমানের পিতা মোহাম্মদ রফিক।।”।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন।।”।
এ মামলায় মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেহান উদ্দিনকেও আসামি করা হয়েছে।।”।
উল্লেখ যে, গত বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর ) বেলা ১১ টার দিকে নিজ বাড়ির সন্নিকটে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম আরমানকে। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।।”।
আরমানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment