একুশে মিডিয়া শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
আদর্শহীন ঐক্য কখনো টিকে না বলে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আজকে অনেকে ঐক্যবদ্ধ হচ্ছে। এই ঐক্য টিকবে না। কারণ আদর্শহীন ঐক্য কখনো টিকে না। তিনি বলেছেন, যারা দল বদলায়। আজকে একদল, কালকে আরেকদল পরশু অন্যদল করে, যাদের নীতি নাই। মানুষ তাদেরকে গ্রহন করে না।
শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে মিনিস্টার হাইকেট পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মডেলে পরিনত করেছেন। দেশ আজ উন্নতির শিখরে নিয়ে গেছেন। তিনি যদি আবার প্রধানমন্ত্রী হন তবে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ হবে বাংলাদেশ। সেই লক্ষ্যে সবাইকে কাজ করার আহবান জানান তিনি।
ঘোষিত তারিখ অনুযায়ী নির্বাচন হবে জানিয়ে মন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকার থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। আমরা দৈন্যদিন কাজ করবো। নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবো না। নির্বাচন কমিশন সকলকে নিয়ে একটি অবাধ ও গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন উপহার দিবে।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মিনিস্টার হাইটেক পার্কের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজ ও ব্যবস্থাপনা পরিচালক দিলরূবা তনু।
অনুষ্ঠানে ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, আলী আজগার টগর এমপি, ময়মনসিংহ বিভাগে কমিশনার মাহমুদ হাসান, শিল্প পুলিশের জিআইজি সাহাবউদ্দিন খান, ময়মনসিংহের জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাহেল আহমেদসহ প্রশাসনের উর্দ্ভতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, এক সময় বাংলাদেশকে বলা হতো কৃষি প্রধান দেশ। বাজেটের শতকরা ৭৮ ভাগ আসতো কৃষি থেকে এখন কৃষির অবদান মাত্র ১৫ ভাগ, শিল্পে ৩২ ভাগ এবং সেবাখাতে ৫৩ ভাগ। আগে রপ্তানি ছিল ৩০০ মিলিয়ন ডলার আজকে তা বেড়ে হয়েছে ৪১ লাখ বিলিয়ন। আমাদের অর্থনীতিকে এখন কৃষির ওপর নির্ভশীল রাখি নাই। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। ঘরে ঘরে বিদ্যুত গেছে। ২০ হাজার ১৩৩ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হচ্ছে। ৯০ শতাশং মানুষ এখন বিদ্যুতের সুবিধা পাচ্ছে। আগামী এক বছরের মধ্যে শতভাগ মানুষ বিদ্যুত পাবে। তিনি বলেন, ইলেকট্রনিক পণ্যের ব্র্যান্ড মিনিস্টারের পন্য আগামীতে আন্তর্জাতিক বিশ্বে রফÍানি হবে।
বিএনপির সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী বলেন, একটা সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন হয়, এটা বর্তমান সরকারই প্রমান। ৯৬ সালে আ’লীগ ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক করেছিল, বিএনপি তা বন্ধ করে দিয়েছিল। আমরা পদ্মা সেতুর কাজ শুরু করেছিলাম, বিএনপি ক্ষমতায় এসে বন্ধ করে দিয়েছিল।
অনুষ্ঠানে জানানো হয়, ‘আমার পণ্য আমার দেশ, গড়ব বাংলাদেশ’ এ স্লোগানকে লালন করে প্রায় ২০০ বিঘা জমির উপর ৫০০ কোটি টাকা ব্যয়ে মিনিস্টার হাইটেক পার্ক নির্মিত হয়। এতে প্রতিদিন মিনিস্টার ব্র্যান্ডের প্রায় ১০ হাজার রেফ্রিজারেটর ও এসি উৎপাদন হবে। প্রায় ৫ হাজারেরও বেশী মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আপাতত; স্থানীয় বাজারে রেফ্রিজারেটর ও এসি সরবরাহ করলেও খুব শিগগিরই রপ্তানিতে যাবে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে মোবাইল ফোন এবং ল্যাপটপ তৈরী করার পরিকল্পনা রয়েছে।
২০০২ সালে মাইওয়ান ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রিজের যাত্রা শুরু হয়। গাজীপুরের কারখানায় টেলিভিশন, রেফ্রিজারেটর, এসি, ব্লেন্ডার ইত্যাদি ইলেকট্রনিক্স পন্য তৈরী হয়। সেখানে প্রায় ৩ হাজার শ্রমিক কাজ করেন। প্রতি বছর এক লাখের বেশী রেফ্রিজারেটর বিক্রি হচ্ছে। ২০১৩ সালে বাজারে আসে মিনিস্টার ব্র্যান্ড।
এরআগে বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলুন ও কবুতর উড়িয়ে মিনিস্টার হাইটেক পার্কের উদ্বোধন করেন এবং অতিথিদের নিয়ে মিনিস্টার হাইটেক পার্কের কারখানা ঘুরে দেখেন। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment