একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম,ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় (বিউবো) বিভাগের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের চোরাই সংযোগ বিচ্ছিন্ন করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা গেছে, বুধবার সকালে উপজেলার উথুরী ও মহির খারুয়া এলাকায় বিদ্যুতের চোরাই সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ১০টি চোরাই সংযোগ বিচ্ছিন্ন করাসহ বৈদ্যুতিক তার, মিটার জব্দ করা হয়।
অভিযান চলাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগের সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন ও উপ-সহকারী প্রকৌশলী সাজ্জাত হোসেন।
উপজেলা বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগের নির্বাহী প্রকৌশলী এ জেড এম আনোয়ারুজ্জামান বলেন, অবৈধ ও চোরাই সংযোগ বিচ্ছিন্ন অভিযান নিয়মিত চলবে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment