পলাশবাড়ীর অফিসের হাটে ১৬ কোটি টাকা ব্যায়ে মডেল মসজিদ নির্মিত হবে-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 22 September 2018

পলাশবাড়ীর অফিসের হাটে ১৬ কোটি টাকা ব্যায়ে মডেল মসজিদ নির্মিত হবে-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মোঃ শাহরিয়ার কবির আকন্দ গাইবান্ধা প্রতিনিধি:
সারা বাংলাদেশে ৮ হাজার ৭'শ ২২ কোটি টাকা ব্যয়ে প্রতি জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মান শিগগির শুরু হচ্ছে।।”।
মডেল মসজিদ গুলোর ডিজাইন ও নির্মান স্থাপত্য শৈলীসহ অন্যান্য অবকাঠামো হবে আন্তর্জাতিক মানসম্পন্ন।শুধু নামাজ আদায়ই সিমাবদ্ধ থাকবেনা।ইসলাম ধর্মীয় অনুশাসনের বিভিন্ন স্তর বিশেষে প্রতিটি মডেল মসজিদকে ঘিরে একইসাথে সংযোজন থাকবে নানাকিছু।।”।
থাকবে লাইব্রেরি,গবেষণা কক্ষ,ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম,শিশু শিক্ষা কার্যক্রম,পুরুষ ও মহিলাদের পৃথক নামাজ ঘর,দেশী-বিদেশী সম্মানিত অতিথি ও মেহমানদের জন্য থাকবে প্রয়োজনীয় আবাসন ব্যবস্থা,বিদেশী পর্যটকদের পরিদর্শনের ব্যবস্থা ও হজ্ব যাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা ছাড়াও ইত্যাদি সুবিধাসহ নির্মিত হবে মডেল মসজিদ কমপ্লেক্স।।”।
মসজিদটি নির্মান হবে উপজেলা সদরে ঢাকা-রংপুর মহাসড়ক ঘেঁষে পলাশবাড়ীর অফিসের হাট নামক স্থানে।।”।
ওই স্থানটির মোট জমির পরিমাণ ২ একর ৪৬ শতাংশ।এর মধ্য মাত্র ৪০ শতাংশ জমির উপর বিভিন্ন শাখা-প্রশাখা নিয়ে ওই মডেল মসজিদ কমপ্লেক্সটি নির্মিত হবে। মসজিদ গুলো বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages