একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনালে ওঠেছে গৌরীপুর উপজেলার দল।।”
বুধবার (১৯ সেপ্টেম্বর) ময়মনসিংহ পৌরসভার দলকে ট্রাইব্রেকারে পরাজিত করে ফাইনাল খেলার গৌরব অর্জন করে গৌরীপুর উপজেলা।।”
বৃহস্পতিবার বিকেল ৩টায় উল্লেখিত স্টেডিয়ামে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এর আগে মঙ্গলবার ঈশ্বরগঞ্জ উপজেলাকে ৩-০ গোলে ও সোমবার নান্দাইল উপজেলাকে ৫-০ গোলে পরাজিত করে বিজয়ী হয় গৌরীপুর উপজেলার ফুটবল দল। গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ ফুটবল দলের ম্যানেজার আবুল কালাম আজাদ উক্ত টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।।”
গৌরীপুর উপজেলা ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাঈদ আহমেদ হারুন ও সার্বিক সহযোগিতায় রয়েছেন ক্রীড়া সংস্থার সদস্য আব্দুর রউফ মোস্তাকীম, সদস্য পৌর কাউন্সিলর আব্দুল কাদির প্রমুখ। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment