মিয়ানমারে কারাগার ভেঙে পালিয়ে গেল কারা বন্দিরা!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 16 September 2018

মিয়ানমারে কারাগার ভেঙে পালিয়ে গেল কারা বন্দিরা!-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:

মিয়ানমারে কারাগার ভেঙে বেশ কিছু বন্দী পালিয়েছে। পুলিশ তাদের খুঁজছে। কারাগারে প্রবেশ করা একটি ট্রাক ছিনতাই করে ও গেট ভেঙে রবিবার তারা পালায়।।”।

দেশটির পূর্বাঞ্চলীয় কারেন রাজ্যের হাপা এন কারাগারে বন্দী পালানোর এই ঘটনা ঘটে।।”।
কারা কর্মকর্তা খিন থেট বার্তা সংস্থা এএফপিকে বলেন, বন্দীরা একজন কারা কর্মকর্তাকে আহত করে। এরপর তারা ট্রাকে করে পালিয়ে যায়। তিনি এলাকাবাসীকে অপরিচিত বা রহস্যজনক কাউকে এলাকায় দেখলে পুলিশকে খবর দিতে বলেন।।”।
প্রদেশটির পুলিশ প্রধান আং মায়াট বলেন, ৪১ জন বন্দী পালিয়েছে। তবে ইতিমধ্যে তিনজনকে পুনরায় আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages