জীবনে ব্যাংকেই যাননি, অ্যাকাউন্টে দুই লাখ টাকা!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 30 September 2018

জীবনে ব্যাংকেই যাননি, অ্যাকাউন্টে দুই লাখ টাকা!-একুশে মিডিয়া


সংগৃহিত ছবি
একুশে মিডিয়া ডেক্স রিপোর্টার রোমান চৌধুরীঃ
জীবনে ব্যাংকের দরজা মাড়াননি কখনও। অথচ তাঁরই আধার কার্ড নথীভুক্ত করিয়ে 
একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের ফরাক্কা ব্যারাজ শাখায় তার নামে অ্যাকাউন্ট খুলে দিব্যি 
লেনদেন চলেছে তাতে।
শুক্রবার ওই ব্যাংকে বিড়ি শ্রমিক হিসেবে নিজের নতুন অ্যাকাউন্ট খুলতে গিয়েই বছর পঞ্চান্নের মানোয়ারা বিবির মাথায় হাত। ব্যাংক কর্তারা তার আধার কার্ড হাতে পেয়ে জানিয়ে দিয়েছেন মহিলার নামে ওই ব্যাংকেরই পাশের শাখায় রয়েছে একটি অ্যাকাউন্ট। শুধু তাই নয়, ওই অ্যাকাউন্টে এই মুহূর্তে জমাও পড়ে রয়েছে প্রায় দু’লক্ষ টাকা।
মানোয়ারার সঙ্গে থাকা বয়োবৃদ্ধ স্বামী জালাউদ্দিনের তখন ব্যাংক কর্তার কথা শুনে ভিমরি খাওয়ার জোগাড়, ‘বলেন কি বাবু। কুড়ি হাজার টাকাই এক সঙ্গে কখনও চোখে দেখিনি। বাড়িটার ছাদটাও ঠিকমত দিতে পারিনি এখনও টাকার অভাবে। অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকেই আসিনি। আর সেখানেই কিনা দু’লক্ষ!’’//একুশে মিডিয়া
মানোয়ারা বলছেন, ‘কোথাও একটা ভুল হচ্ছে না তো? আর একবার নম্বরটা মিলিয়ে যদি দেখতেন।’ ব্যাংকের কর্মী কম্পিউটার সার্ভারে বার ডিজিটের আধার নম্বর দিতেই চোখের সামনে কম্পিউটরে ভেসে উঠল— মানোয়ারা বিবি, স্বামী জালাউদ্দিন শেখ , গ্রাম নিউ ফরাক্কা হাইস্কুল পাড়া। অ্যাকাউন্ট নম্বর............।

ব্যাংক কর্মীর পরামর্শে, ‘একটা অ্যাকাউন্ট থাকতে আবার অ্যাকাউন্ট খুলতে যাবেন কেন? যান পাশেই তো ব্যাংক। গিয়ে দেখুন না তারা কি বলে।’ ফরাক্কায় ওই রাষ্ট্রায়ত্ব ব্যাংকের একাধিক শাখা কাছাকাছি।
অগত্যা স্বামীকে নিয়ে এ বার মানোয়ারা নিউ ফরাক্কা শাখা থেকে হাজির ওই ব্যাংকের ফরাক্কা ব্যারাজ শাখায়। কিন্তু সেখানেও আধার নম্বর দিতেই সেই একই কথা ‘ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তার। মোটা টাকাও রয়েছে সেখানে।’
মানোয়ারা বলছেন , “আমি বার বার ব্যাংকের বাবুদের বোঝাবার চেষ্টা করেছি যে এটা আমার অ্যাকাউন্ট নয়। এত দিন প্রয়োজন পড়েনি তাই অ্যাকাউন্ট খুলিনি। এখন বিড়ি শ্রমিক হিসেবে পিএফ’র সুবিধা নিতেই অ্যাকাউন্ট খুলতে আসা। কিন্তু আমার আধার কার্ড নিয়ে ভুয়া অ্যাকাউন্ট খোলায় আশঙ্কা হচ্ছে কোনো জালিয়াতিতে জড়িয়ে বিপদে পড়ব না তো?”
শেষ পর্যন্ত ব্যাংকের কাছে লিখিত অভিযোগ পত্র জমা দেন মানোয়ারা। সিল মেরে ব্যাংকের অফিসাররা লিখেও দেন ব্যাংকে মানোয়ারা অ্যাকাউন্ট বহাল থাকার কথা। শুক্রবার রাতেই ফরাক্কা থানায় যান মানোয়ারা দম্পতি। লিখিত অভিযোগ দেন থানাতেও।//একুশে মিডিয়া
ফরাক্কা থানার উদয়শঙ্কর ঘোষ জানান, অন্যের আধার নম্বর পাওয়া হয়ত সহজ। কিন্তু আধার কার্ডে থাকা ছবি, আঙুলের ছাপ এ সব মিলিয়ে দেখেই তো নতুন অ্যাকাউন্ট খোলার কথা। তা হলে মানোয়ারার ভুয়া অ্যাকাউন্ট খোলা হল কিভাবে? ব্যাংককেই তো বলতে হবে এটা কিভাবে হল, কাদের সাহায্যে ঘটল?’//একুশে মিডিয়া
তিনি বলেন,‘ শুক্রবার রাতে মানোয়ারার অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। এ ধরনের অভিযোগ আরো আছে ফরাক্কায়। কেউ আড়ালে থেকে এইসব অ্যাকাউন্ট ব্যবহার করছে। ব্যাঙ্কে গিয়ে সমস্ত নথি পরীক্ষা করে জালিয়াতির উৎস ধরার চেষ্টা হচ্ছে।’
ওই ব্যাংকের শাখা প্রবন্ধক অনন্ত কুমার ঘোষ অবশ্য বলেন, ‘কীভাবে এটা ঘটেছে বলতে পারব না। নথিপত্র না দেখে এখনই কিছু বলা যাবে না। তবে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।’ 
একুশে মিডিয়া ডেক্স

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages