বিদ্যালয়ের ভবন নির্মানের দাবিতে হালুয়াঘাটে ছাত্র-ছাত্রীসহ অভিভাবকদের মানববন্ধন-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 28 September 2018

বিদ্যালয়ের ভবন নির্মানের দাবিতে হালুয়াঘাটে ছাত্র-ছাত্রীসহ অভিভাবকদের মানববন্ধন-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
বৃষ্টি হলে গায়ে পানি ছিটা পড়ে, গরমে থাকতে পারি না, আমাদের স্কুলে পড়াশুনার জন্য বিল্ডিং চাই, ইত্যাদি স্লোগানে নিজেদের সমস্যার কথা জানিয়েছে কোমলমতি শিক্ষার্থীরা।।”।
২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীরা মানববন্ধনে জড়ো হয়। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১২ নং স্বদেশী ইউনিয়নের উত্তর মাছাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১৮৫ ছাত্র/ছাত্রী রয়েেেছ। বৃষ্টি আর প্রচন্ড গরম কে উপেক্ষা করে ৬৫ ফুটের ভাঙ্গা টিনশেডের ঘরে দীর্ঘদিন যাবত শিক্ষার্থীদের এখন পর্যন্ত পাঠদান নিতে হচ্ছে।।”।  

এ বিষয়ে প্রধান শিক্ষক শহীদ উল্লাহ জানান, বর্তমানে প্রতিষ্টার পর থেকে টিনের ঘরে শিক্ষা কার্যক্রম শুরু হলেও এখন পর্যন্ত নতুন ভবন না পাওয়ার শিক্ষার্থীরা মানবন্ধনে অংশ গ্রহণ করে।।”।
বিদ্যালয় কমিটির সভাপতি শৈলেন কুমার সরকার বলেন, বিদ্যালয়ের নাজুক অবস্থা উত্তোরণের জন্য এই আজকের মানবন্ধনের আয়োজন করা।।”।
বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দীকি ইরাদ বলেন,  সমন্বয় কমিটি সভায় বিদ্যালয়টি নিয়ে বার বার তাগাদা দেওয়া স্বত্তেও আগের অবস্থায় থেকে যাচ্ছে। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির প্রেক্ষিতে মানবন্ধনে অংশ গ্রহণ করা।।”।
উপজেলা চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি জানান, বিদ্যালয়ের ভবন না হওয়ার বিষয়টি অবগত আছি। আরো কিছু সংখ্যক বিদ্যালয়ে পাকা ভবন করণের জন্য তালিকা প্রেরণ করা হয়েছে।।”।  
বিষয়টি জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, অত্র উপজেলায় ৪৭ টি ভবন পাকাকরণের চূড়ান্ত তালিকা হাতে এসে পৌছেছে। অতি দ্রুত সময়ের মধ্যেই অত্র বিদ্যালয়ের কাজটি শুরু হবে আশা করছি। একুশে মিডিয়া।”।


No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages