একুশে মিডিয়া, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে কাজিপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ৮ সে.মি বেড়ে বিপদ সীমার ২ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির তীব্র স্রোতের কারণে নাটুয়ারপাড়া রক্ষাবাধ হুমকির মুখে পড়েছে। ।”।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, ভারতের অংশে বৃষ্টিপাতের কারনে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কাজিপুর উপজেলার চরাঞ্চলের খাসরাজবাড়ি, নতুন মাইজবাড়ি, পলাশপুর, মাজনাবাড়ি, দাতবোড়া, শুভগাছা,খিরাইকান্দি, উজান মেওয়া খোলা, নতুন মাইজবাড়ি, ভাঙ্গারছেও গ্রামে পানি ঢুকে পড়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে চরাঞ্চলের মানুষ। কাজিপুর উপজেলা কৃষি অফিসার মামুনুর রহমান জানান যে, এবারের বন্যায় কাজিপুরে প্রায় ২০০ হেক্টর রোপা আমন ক্ষেত পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। ।”।
বন্যার পানি ঢুকে পড়েছে মহিমাপুর, কালিকাপুর,দাঁদবোরা, জিওল, পলাশপুর, কালিকাপুর, মাজনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাসরাজবাড়ি বালিকা বিদ্যালয়সহ মোট ২০ টি বিদ্যালয়ে। জিওল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের জানান যে, গত রাতে বন্যার পানি বিদ্যালয়ের মাঠ ও রাস্তায় ঢুকে পড়েছে। যার ফলে আমরা কষ্ট করে বিদ্যালয়ে আসলেও শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারছে না। এতে করে তাদের শিক্ষার্জন ব্যাহত হচ্ছে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment