ছবি: প্রতীকী। |
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্র্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে নিজের মাকে মারধর করায় বাবলু (২৫) নামে এক কুলাঙ্গার যুবককে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।।”।
রবিবার বিকালে সীতাকুণ্ড উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম এই দণ্ডাদেশ দেন।।”।
দণ্ডপ্রাপ্ত বাবলুকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম জানায়, উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকার বাবলু প্রায়শ’ তার মাকে বেধড়ক মারধর করতো।।”।
এমতাবস্থা তার মা নিজেই সীতাকুণ্ড মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে বাবলুকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালতে মা’কে মারার অপরাধে ছেলে বাবুল এক মাসের দন্ড প্রদান করেন। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment