সফল্য তার ৬ বছর বিডিএমপি মানব কল্যাণ ফাউন্ডেশন-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 28 September 2018

সফল্য তার ৬ বছর বিডিএমপি মানব কল্যাণ ফাউন্ডেশন-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
সফল্য তার ৬ বছর বিডিএমপি মানব কল্যাণ ফাউন্ডেশন।
২০১৩ থেকে সাংঠনিক কার্যক্রম শুরু করে ।
প্রথম সংগঠেনর নাম করা হয় বিডিএমপি, পরিবর্তন করে  ৩ ডিসেম্বর ২০১৭ সংগঠেনর নাম করা হয় বিডিএমপি মানব কল্যাণ ফাউন্ডেশন।
মোঃইব্রহীম ফরায়েজী ,জীবনের লক্ষ্য নিয়েছে যে
১ আমাদের সামাজের সুবিদা বঞ্চিত মানুষের পাষে দারাবে।
২ দুর্নীতি মুক্ত সামাজ ও জাতি গরার লক্ষে কাজ করবে।
৩ শিশুশিক্ষা ও বয়স্ক শিক্ষা নিয়ে কাজ করবে
৪ মাদক থেকে যুব সামাজকে সচেতন করবে।
সেই দ্বারা বাহিকতায়।
১০ সদস্য নিয়ে ২০১৩ সালে
"দুর্নীতি কে না বলুন
মানব সেবায় এগিয়ে আসুন" এই স্লোগান নিয়ে সাংঠনটির শুরু করে
বর্তামনে শতাদিক সদস্য সংগঠেনর সাথে জরত।
২০১৩ থেকে মোঃ ইব্রাহীম তার মিসন সুরু প্রযায় ক্রমে সংগঠেনর কাজের মাধ্যম সমাজের শতাদিক যুবক কে সচেতন করে তাদের নিজেদের কর্ম জীবনে লিপ্ত করেছে।
তাছারা ঈদ ও ভিবিন্ন উৎসবে  গরিব অসহায় মানুষের বস্রবিতর করে।
অনেকর মুখে হাসি ফুটিয়েছে।
এবং ভিবিন্ন ভাবে সংগঠেনর মাধ্যমে সাধারন মানুষের পাশে দারিয়েছে ।
মোঃ ইব্রাহীম ফরায়েজীর লক্ষ্য বাংলাদেশের প্রতিটা মসজিদে একটি করে গনশিক্ষা  ইস্কুল কার্যক্রম চালু করবে  যেখানে একজন মুনষ এমন একটা শিক্ষা গ্রহন করবে যে সামাজে তাকে কারো কছে ছোট না হওয়া লাগে বাংলা,ইংরেজি, অংক,পাশাপাশি ধর্মিয় শিক্ষা কোরআন,এবং নামাজ শিক্ষা দেওয়া হবে।
আর এতে করে একটা মানুষ তার জীবন বদলাতে পারে। 
মানবতার সেবা একটি মহৎ কাজ আর এ কাজে নেমে তাকে
অনের অনেক কথা শুনা লাগছে কেউ বলছে কি দরকার নিজের খেয়ে অনন্নের উপকার করা কেউ বলছে এটা পাগলামি ছারা আর কিছু নয় তবুও পিছু হাটিনি ।
আর এখন সংগঠেনর সদস্য শতাদিক হইতেছে।
তাই এগিয়ে যাওয়ার জন্য সামনে ভালো সমসয় আসছে সংগঠেনর। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages