একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
ঢাকার দোহারে সরকারি পদ্মা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ ফয়সাল হোসেনকে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে হত্যাকারীদের ফাঁসির দাবিতে পদ্মা কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসি বিক্ষোভ মিছিল করে। তারা ৭২ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।
জানা যায়, বৃহস্পতিবার সকালে দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পদ্মা কলেজের শিক্ষার্থী ফয়সালের খুনিদের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল করে সকল শিক্ষার্থীসহ এলাকাবাসি। মিছিলটি মেইন সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেটে এসে শেষ হয়। পরে তারা মানববন্ধনে অংশ নিয়ে খুনিদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানায়। মুকসুদপুর ইউপি চেয়ারম্যান এম, এ হান্নান খান তার বক্তব্যে বলে, অকালে একটি ছাত্রলীগের কর্মীকে হারাতে হবে তা কখনও ভাবতে পারি নাই। আমরা খুনিদের বিচার চাই। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment