ঘূর্ণিঝড় ‘দেয়ি’র প্রভাবে ঝড়ো হওয়ার আশঙ্কায় ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 21 September 2018

ঘূর্ণিঝড় ‘দেয়ি’র প্রভাবে ঝড়ো হওয়ার আশঙ্কায় ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রিপোর্ট:
  • বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘দেয়ি’র প্রভাবে ঝড়ো হওয়ার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে।শুক্রবার সকাল ৬টায় আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপকূল অতিক্রমরত ঘূর্ণিঝড় ‘দেয়ি’ উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গোপালপুরের নিকট দিয়ে রাত ২টায় ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি বর্তমানে উত্তর উড়িষ্যা ও সংলগ্ন এলাকায় ঘূর্ণিঘড় হিসাবে অবস্থান করছে।।”।
  • ঘূর্ণিঝড়টি স্থলভাগের উপর আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দূর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।।”।
  • উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। এ কারণে, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।।”।
  • উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages