লাকসামে রাস্তার পাশে পরিচয়বিহীন এক নবজাতক শিশুকে উদ্ধার!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 7 September 2018

লাকসামে রাস্তার পাশে পরিচয়বিহীন এক নবজাতক শিশুকে উদ্ধার!-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা লাকসামের মহাসড়কের ভাটিয়াভিটা নামক স্থানে স্থানীয় লোকজন একটি অজ্ঞাত নবজাতক শিশু উদ্বার করে। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে লাকসাম ভাটিয়াভিটা এলাকার জাকির হোসেন বৃহস্পতিবার ৬ই সেপ্টেম্বর  সকাল ৮টার দিকে ওই সড়ক দিয়ে ওই দিন বাজারে যাওয়ার পথে অজ্ঞাত স্থান থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়।।”।

এরপর পাশের ঝোপের ভিতর শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেয়। খবর পেয়ে আশে পাশের লোকজন জড় হয়ে শিশুটিকে উদ্ধার করে লাকসাম সরকারী হাসপাতালে নিয়ে আসে। কর্মরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।।”।

উদ্ধারকারী জাকির হোসেন বলেন, চলার পথে হটাৎ করে শিশুটির চিৎকার শুনে আমি একটু ভয় পেয়ে যাই।।”। পরে আমার ভাইকে ডেকে এনে রাস্তার পাশ্ববর্তী ঝোপের ভিতর থেকে শিশুটিকে আবিস্কার করি।।”।

এ সময় ওই শিশুটির নাকে কসটেপ এবং শিশুটির হাতে পায়ে পিপিলিকা ও পোকামাকড়ের কামড়ের রক্তাক্ত চিহৃ ছিলো। ধারনা করা হচ্ছে রাতের আধারে কে বা কাহারা সদ্য ভূমিষ্ঠ ওই শিশু কন্যাটিকে ঝোপের ভিতর ফেলে রেখে যায়।।”।পরে আমি স্থানীয় লোকজনের সহযোগীতায় শিশুটিকে লাকসাম সরকারী হাসপাতালে নিয়ে আসি,লাকসাম সরকারি হসপিটালে দায়িত্বরত চিকিৎসক জানান বর্তমানে শিশুটি চিকিৎসাধিন অবস্থায় হাসপাতালে রয়েছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages