একুশে মিডিয়া, মুক্তমত=
লেখক: সাংবাদিক: এইচ এম শহীদুল ইসলাম, চেয়ারম্যান: "স্বপ্ন "মানুষ মানুষের জন্য সংগঠন পেকুয়া উপজেলা -কক্সবাজার ।
আজ শিশুর শব্দ বৃদ্ধির প্রথম ধাপ মা-বাবা।পাশাপাশি যেমন- দাদা-দাদী,চাচা-ফুফু-চাচী-চাচা তো মামাতো ফুফাত ভাই-বোন।আমরা বেশিরভাগই দেখি শিশুরা লালিত পালিত হয়-গৃহ কর্মী দের কাছে ।মা-বাবা যদি চাকরিজীবী হয় তাতে কথা নেই আর।গৃহকর্মী কাছে শিশুর যাবতীয় দায়িত্ব অর্পিত হয়-খাওয়া,ঘুম থেকে বিনোদন পযন্ত ।একটু সময় পেলে মা-বাবা দিন কাটিয়ে দেয় টেলিভিশনে সামনে ।আর শিশু ও গৃহকর্মী ভিন্ন দেশি সংস্কৃতির প্রতি মায়া হয়ে পড়ে।কারণ শিশুরা অনুকরণ প্রিয় ।বর্তমান সময়ে দেখা যায় মা-বাবা দু'জনেই চাকরিজীবী,দু'জনই প্রযুক্তি ব্যবহারে ব্যস্ত ।এখন ফেইসবুক,ওয়াটসপ,ইমু খুলে দিয়েছে তথ্য যোগাযোগ ।মা বাবা অফিস থেকে ফিরে প্রযুক্তি কে আপন করে নেয়।কিন্তু তার নাড়ী ছেঁড়া ধন শিশু টির খবর ও রাখার সময় পাইনা।কথা বলে না।মা- বাবা দুই জনেই মোবাইল নিয়ে বোবা হয়ে যান।শিশুর সাথে কথা বলতে সময় নেই-কিন্তু বন্ধু বান্ধবী দের সাথে চ্যাট করেন ।একটু সময় দেবেন কথা বলবেন সেই সময় টুকু নেই আজ।আস্তে আস্তে শিশুটি বাহির মুখি হয়ে অন্য মানুষের মনের ভালো মন্দ তথ্য শিক্ষা পাই।ফলে মা-বাবার পরিবারের তথা সমাজের বোঝা হয়।সৃজনশীল শিক্ষা মাধ্যমে গড়ে ওঠে না।অসামাজিক মানুষ হিসাবে বড় হয়।একা একা বড় হয় ।কয়েকদিন আগে একটি পত্রিকায় দেখলাম আগামী বিশ বছর পর আমাদের শিশুরা মূখ্য হয়ে বেঁচে থাকবে।মা-বাবা দেখাদেখি সন্তানরাও মোবাইল,ফেইসবুক নিয়ে সারাদিন ব্যস্ত থাকবে।নতুন কিছু করার চিন্তা মাথায় আসবে না।তাই বলে কি প্রযুক্তি ব্যবহার করবে না?অবশ্যই করবেন।সময় বেছে নিতে হবে।দেশ-বিদেশের খবরাখবর রাখতে হবে-অবগত হতে হবে একথা সত্য- সন্তানের চেয়ে প্রযুক্তি আপন নয়।প্রযুক্তি আপনার সময় সন্তানের সাথে,সম্পর্ক কেড়ে নিবে ।সন্তানের চেয়ে বেশি কিছু নয়।তা ছাড়া প্রযুক্তির ডিভাইস ব্যবহার নিয়ে সমাজে ঝগড়া হয়-মনো-মালিন হয়।এই প্রযুক্তি আপনার সুখকে কেড়ে নেয়,দুঃখ কে সহযোগি করে ।
তাই প্রিয় মা-বাবা প্রযুক্তির চেয়ে সন্তান কে বেশি ভালোবাসুন,সময় দিন।আপনার প্রজন্ম কে সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ দিন।একটি সুখী পরিবার গঠনের গর্বিত অঃশ হোন।সন্তানের বন্ধু হোন,সন্তানের ব্যক্তিগত পছন্দ অপছন্দ জেনে উপায় বের করে দিন তবেই আমাদের স্বপ্ন সফল হবে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment