পলাশবাড়ীতে প্রতীমা তৈরিতে ব্যস্তসময় পার করছেন প্রতিমা শিল্পীরা-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 29 September 2018

পলাশবাড়ীতে প্রতীমা তৈরিতে ব্যস্তসময় পার করছেন প্রতিমা শিল্পীরা-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মোঃ শাহরিয়ার কবির আকন্দ গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এ বছর ৬৮ টি পুজা মন্ডপে সারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। তাই উপজেলার প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন তাদের নিপূন হাতে প্রতীমা তৈরীতে। উপজেলার মহদীপুরের ইউনিয়নের প্রতিমা শিল্পী মণি মালাকার জানান, আগামী পাঁচ দিনের মধ্যেই দূর্গা প্রতীমার কাজ মোটামুটি শেষ হবে।
অসাম্প্রদায়িক জনপদ পলাশবাড়ী সনাতন ধম্বালম্বীরা প্রতিবছর উৎসব মুখব পরিবেশের মধ্যে দিয়ে দূর্গা উৎসব উদযাপন করে থাকে। এবারও এই উৎসবের জন্য প্রস্তুতি গ্রহণ করছে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা।
এবারের শারদীয় দূর্গা উৎসব সর্ম্পকে উপজেলার কেন্দ্রিয় দূর্গা মন্দিরের সভাপতি শ্রী দীলিপ চন্দ্র সাহা জানান, শত বছরের পুরোনো উপজেলা কেন্দ্রিয় দূর্গা মন্দির। প্রতিবছরই এ মন্দিরে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে শারদীয় দূর্গা উৎসব পালন করে । এবারও অনুরুপ ভাবেই শারদীয় দূর্গা উৎসব উদযাপন করা হবে। পূজা শুরুর পাঁচ দিন আগেই এই মন্দিরের প্রতীমা তৈরির কাজ সম্পূর্ণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সনাতন ধর্মালম্বীর প্রধান উৎসব শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকেও চুড়ান্ত প্রস্তুতি নেয়া হয়েছে। এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন জানান, পলাশবাড়ী শারদীয় দূর্গা উৎসব উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ সর্বাত্বক প্রস্তুতি নেওয়া হয়েছে। 
মন্ডপে মন্ডপে পুলিশ আনছার সহ আইন শৃঙ্খলা রক্ষায় সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে। পলাশবাড়ীতে উৎসব মুখর পরিবেশে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) দেওয়ান মোস্তাফিজ জানান, সারদীয় দূর্গা পুজা উপলক্ষে থানা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages