ছেলের মোটরবাইকে ওড়না পেঁচিয়ে জেলা পরিষদের সদস্য ও মহিলা আ’লীগের নেত্রী নিহত-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 24 September 2018

ছেলের মোটরবাইকে ওড়না পেঁচিয়ে জেলা পরিষদের সদস্য ও মহিলা আ’লীগের নেত্রী নিহত-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, সিলেট রিপোর্ট;

  • সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রত্না বেগম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
  • গত রোববার রাত আনুমানিক ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
  • সুনামগঞ্জ জেলা পরিষদের (সংরক্ষিত) সদস্য ও সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক সাবিনা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
  • তিনি জানান, রাত নয়টার দিকে সিলেট শহরের রাজার গলি এলাকার নিজ বাসা থেকে ছেলেকে নিয়ে মোটরসাইকেল করে ছাতক উপজেলার কৈতক যাওয়ার উদ্দেশে রওয়ানা হন রত্না বেগম। 
  • যাত্রা পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়া বাজারের নিকটবর্তী কৈতক ব্রিজের কাছে পৌঁছলে রত্না বেগমের ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে গেলে তিনি পেছন থেকে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
  • ছেলে ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
  • সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রত্না বেগম বিগত সিটি করপোরেশন নির্বাচনে ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হয়েছিলেন। তবে ফলাফলে সামান্য ভোটের ব্যবধানে তিনি হেরে যান। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একুশে মিডিয়া।”।


No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages