একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষিকা মারা গেলে। আজ সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে পটিয়ার মনসা মোড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় বন্যা বড়ুয়া (৩০) নামে এ শিক্ষাকা গাড়ির ধাক্কায় আহত হন। পরে হাসপাতালে মারা যান।
শিক্ষাকা |
পুলিশ জানায়, নিহত বন্যা বড়ুয়া (৩০) পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের উনাইনপুরা গ্রামের রণজিৎ বড়ুয়ার মেয়ে। তিনি মনসা কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম একুশে মিডিয়াকে জানান, গাড়ির ধাক্কায় আহত বন্যাকে হাসপাতালে আনা হলে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment