![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বর্ণাঢ্য জীবন-কর্ম ও রাজনৈতিক-সামাজিক-মানবিক দর্শন তরুণ প্রজন্মের কাছে চির অম্লান করে রাখার প্রয়াসে ১৩ সেপ্টেম্বর দুপুর ১২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রন্থগার দপ্তরে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।।”।
এ সময় চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, হলসমূহের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউট এবং গবেষণা কেন্দ্রের পরিচালক, গ্রন্থগারিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং অসংখ্য শিক্ষার্থী উপসি’ত ছিলেন।।”।
উপাচার্য তাঁর ভাষণের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু বিশ্বের নিপীড়িত-নির্যাতিত গণমানুষের মুক্তির দূত। এ মহান নেতার জীবনচরিত ও রাজনৈতিক-মানবিক দর্শন তরুণ প্রজন্মসহ বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দিতে এ বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে।।”।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশের উন্নতি-সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ ক্যাম্পাস জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মোহাম্মদ জাকারিয়া। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment